Sunday, January 10, 2016

“নবাবগঞ্জে জেএসসি’তে সর্বাধিক পাশের হার নিয়ে প্রথমস্থানে খানেপুর উচ্চ বিদ্যালয়”

“নবাবগঞ্জে জেএসসি’তে সর্বাধিক পাশের হার নিয়ে প্রথমস্থানে খানেপুর উচ্চ বিদ্যালয়”

“নবাবগঞ্জে জেএসসি’তে সর্বাধিক পাশের হার নিয়ে প্রথমস্থানে খানেপুর উচ্চ বিদ্যালয়”
ঢাকা জেলার নবাবগঞ্জে সর্বাধিক পাশের হারের দিক দিয়ে প্রথমস্থান অর্জন করার মাধ্যমে খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আনিস উদ্দিন আহমেদের স্বপ্ন বাস্তবে রুপান্তরিত করলো নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
সারা দেশের মতো নবাবগঞ্জেও জেএসসি পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করেছে নবাবগঞ্জের শিক্ষার্থীরা। এবছর সারাদেশে আটটি সাধারণ বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)তে ৯২ দশমিক ৩১ শতাংশ ও মাদ্রাসা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)তে ৯২ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
এবছর নবাবগঞ্জ উপজেলায় বোর্ডের অধীনে ৩৯ টি স্কুলের মধ্যে সর্বাধিক ৯৬ দশমিক ৯৭ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থান অর্জন করে নয়নশ্রী ইউনিয়নের খানেপুর উচ্চ বিদ্যালয়। স্কুল’টিতে এবছর ৯৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এবং এর মধ্যে ৯৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
অনলাইন ডেস্ক; www.24khobor.com




https://www.facebook.com/Asaduzzaman-839857326135449/?ref=hl

bdnews24



 www.brandbazaarbd.com
bikroy

No comments:

Post a Comment